অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিগত দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে যত উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, সব বিএনপির শাসনামলে। আর আগামীতেও এই দুই উপজেলার সব উন্নয়ন হবে বিএনপির মাধ্যমে ইনশা আল্লাহ। শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নয়, পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে অবিরাম কাজ করতে হবে।
সোম ও রবিবার (৭ ও ৮ ডিসেম্বর) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব অনুষ্ঠানের মধ্যে ছিলো বিয়ানীবাজারের লাউতা ও মোল্লাপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদীভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের নারীদের সেবা দিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৪ ঘণ্টা ডাক্তারের ব্যবস্থা করা হবে।
রবিবার সন্ধ্যায় লাউতা ইউনিয়নের গাংপাড় বাজারে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান। বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনাম উদ্দিন দিলালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, কৃষক দলের উপজেলা সাবেক আহবায়ক আলতাফ হোসেন আলতাই, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ, আব্দুল গণি, এমান উদ্দিন দিলাল ও রাজু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাতাবুর রহমান রুবেল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল আহমদ ও সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল হক।
আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, লাউতা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মলিক মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা আব্দুল মতিন, মাতিকুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি লাভলু হাসান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ সিজান, সহ-সভাপতি শিবলু আহমদ, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম ও ছাত্রদল নেতা মাহিন আহমদ।
অপরদিকে, রাত রাত ৯টায় মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাবেদুল হক দুদুর বাড়িতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোল্লাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাপুর ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা আরকান আলী।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে এতে জেলা-উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও মোল্লাপুর ইউনিয়ন ও সব ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।