শিরোনাম :
হিয়াবরণ মোল্লাপাড়া চ্যাম্পিয়ান লীগ নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সিলেটে পর্যটকবাহী বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের পশ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেয়া হবে : খন্দকার মুক্তাদির সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা সিলেটে নতুন করে কী করতে চায় জাতীয় পার্টি নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ-মাওলানা হাবিবুর রহমান উসমান হাদীকে প্রকাশ্যে গুলির প্রতিবাদে জাগপার সিলেট মহানগরের তীব্র নিন্দা সিলেট ৬ : এমরান চৌধুরী ব্যতিক্রম, ব্যানার ফেস্টুন অপসারণে নিজেই মাঠে

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের পশ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেয়া হবে : খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুসহ স্বাস্থ্য খাতে সকল সূচকে পিছিয়ে আছে সিলেট। সিলেটের স্বাস্থ্যখাতে অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে সেবা খাতের ততটা প্রত্যাশিত নয়। সিলেট সদর ও মহানগরের গণমানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখার সুযোগ পেলে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের স্বাস্থ্য সেবা কার্ড দেয়া হবে উল্লেখ করে খন্দকার মুক্তাদির আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজতর করে তোলা হবে। চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াতে হবে। দুর্নীতির কবল থেকে রক্ষা করতে হবে।
তিনি শনিবার সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরো বলেন, পৃথিবীর অন্যতম ঘনবসতি পূর্ণ দেশ বাংলাদেশ। প্রতি বছর প্রায় ২২ লাখ লোক কাজ করার বয়সে আসে। তরুণরা কর্মক্ষেত্রে না গেলে দেশে স্বাভাবিক বিনিয়োগ আসবে না। আমরা যেসময় স্বাধীন হয়েছি সেসময় স্বাধীন হওয়া অনেক দেশের গড় ইনকাম উন্নত দেশের কাছাকাছি। যেমন কোরিয়া, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ। আর দূর্ভাগ্যের কাতারে যারা আছে তাদের মধ্যে বাংলাদেশ একটি।বাংলাদেশের সঙ্গে অন্য দেশের পার্থক্য হল আমাদের দেশের জনঘনত্ব বেশি। আমাদের ভুল করার সুযোগ কম৷ ভুল হলে অর্থনৈতিক পতন হতে পারে। গত ৫ দশকে আমরা যা অর্জন করেছি, সামনের দিনে আমরা তা অর্জন করতে যাচ্ছি।
প্রফেসর ডা: আখতারুজ্জামান সভাপতিত্বে ও মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার উপপরিচালক মেডিকেল সার্ভিসেস ডা: তানভীরুজ্জামানের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা: নজরুল ইসলাম, ডা: সৈয়দ মাহমুদ হাসান, ডা: রায়হান, ডা: মাহমুদুল হাসান, এ বি এম জর্জেসুর রহমান, মো: কামরুল ইসলাম, মো: শফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে দুপুরে চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে সিলেট প্রেসক্লাবেব ফ্যামেলি ডে তে যোগদান করেন বিকেলে ৬নং ওয়ার্ডে মহিলা সমাবেশ শেষে সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। রাতে নগরীর ১৮ নং ওয়ার্ডের ঝেরঝেরি পাড়া ইমাম-মুয়াজ্জিন মসজিদ মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে টুকেরবাজারস্থ তেমুখীতে কেরাত সম্মেলনে যোগদান করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain