অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি হলরুমে অর্ধশত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
সিলেট জেলা সংসদের সংগঠক অথৈ বিশ্বাসের সভাপতিত্বে এবং অভ্রভেদী সন্দীপের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন, কেন্দ্রীয় সংসদের সদস্য প্রশান্ত কৈরী, আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাশ বাপন,সাবেক ছাত্রনেতা ও শিক্ষক রিপন ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি গভীর অন্ধকার সময় পার করছে।শিক্ষায় অন্ধকার নেমে এসেছে। গণভ্যুথানের পর আমরা যে সমাজের স্বপ্ন দেখেছিলাম ক্রমশই তা ক্ষীণ হতে চলছে। নানা চক্রান্তে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একটি গোষ্ঠী মাঠে নেমেছে। শিক্ষকদের লাঞ্চিত করা হয়েছে শিক্ষাকে সাম্প্রদায়িক করার ষড়যন্ত্র হিসাবেই প্রাথমিক শিক্ষা থেকে সংগীত ও শারীরিক শিক্ষা বাদ দেওয়া হয়েছে।তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণা করে শিক্ষার্থীদের মানবিক মানুষ হয়ে উঠতে হবে।
সকল সাম্রদায়িকরার বিষবৃক্ষ উপড়ে ফেলে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বিনিমান করবে ছাত্র ইউনিয়ন। বিজ্ঞপ্তি