শিরোনাম :
হিয়াবরণ মোল্লাপাড়া চ্যাম্পিয়ান লীগ নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সিলেটে পর্যটকবাহী বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের পশ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেয়া হবে : খন্দকার মুক্তাদির সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা সিলেটে নতুন করে কী করতে চায় জাতীয় পার্টি নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ-মাওলানা হাবিবুর রহমান উসমান হাদীকে প্রকাশ্যে গুলির প্রতিবাদে জাগপার সিলেট মহানগরের তীব্র নিন্দা সিলেট ৬ : এমরান চৌধুরী ব্যতিক্রম, ব্যানার ফেস্টুন অপসারণে নিজেই মাঠে

হিয়াবরণ মোল্লাপাড়া চ্যাম্পিয়ান লীগ নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া চ‍্যাম্পিয়ন লীগ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম‍্যাচ বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে গত শুক্রবার (১২ডিসেম্বর) রাত ৮টায় বৃহত্তর বেতবাজার খেয়াঘাট সম্মুখের মাঠে অনুষ্ঠিত হয়। মিনি ফুটবল ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে আরাফ স্পোর্টিং ক্লাব মোল্লাপাড়া বনাম ঘাসিটুলা বয়েস ক্লাব। খেলার শুরু থেকেই উভয় দল একে অপরের গোলবারে ক্রমাগত আক্রমণ চালায় গোল দিতে । প্রথমার্ধের ১০ মিনিটে ঘাসিটুলা বয়েস ক্লাবের খেলোয়ার বক্কর প্রথম গোল করেন। নির্ধারিত ৩০ মিনিট শেষে ১–০ গোলো জয়লাভ করে ঘাসিটুলা বয়েস ক্লাব।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ কাওছার আহমদ। শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাংবাদিক মোঃ আলমগীর আলম। হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ও সবুজ সেনা যুব সংঘের সাধারন সম্পাদক ১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক এডভোকেট ছাইদুর রহমান জীবেব, অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,

পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলা করতে হবে,আলহামদুলিল্লাহ, আজকের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এই সফল আয়োজনের পেছনে যাঁরা নিরলসভাবে পরিশ্রম করেছেন—সম্মানিত আয়োজক কমিটির সকল সদস্য, স্বেচ্ছাসেবকবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, অতিথিরা বলেন,আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও আন্তরিকতায় এই টুর্নামেন্টটি হয়েছে প্রাণবন্ত, উপভোগ্য ও স্মরণীয়। পাশাপাশি উপস্থিত সকল অতিথি, খেলোয়াড় ও সমর্থকদের সহযোগিতা ও উৎসাহের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো বলেন,ভবিষ্যতেও এ ধরনের সুন্দর ও সফল আয়োজন অব্যাহত থাকবে—এই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি ( সাবেক মেম্বার) মোস্তফা কামাল, ১০,১১,১২নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা,হিয়াররণ মোল্লাপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারী মোঃ সেলিম মিয়া, সিটি সুপার মার্কেেটের সেক্রেটারি আতাউর রহমান রজব, তরুণ সমাজকর্মী মোঃ কুটিল আহমদ,এডভোকেট মইনুল ইসলাম,১০ নং ওয়ার্ডের ইসলামী সমাজ কল‍্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির বদরুল, সাধারন সম্পাদক ফখরুল হাসান ইমন, হিয়াবরণ মোল্লাপাড়া যুব সংঘের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের সহ মোত্তায়াল্লী সৈয়দ শাহ আলম, হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের সেক্রেটারি মোঃ সোহেল আহমদ, এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাসিটুলা বয়েস ক্লাবের সভাপতি মোঃ আফসর আহমদ, হাফিজ মোঃ জাবেদ আহমদ, খালেদ আহমদ, শওকত আহমদ,, ফাহিম আহমদ সজিব,হাসান,রাহিম, নাঈম, ইফতি,মারুফ, জাবের, তানিম, ফাহিম,জাকুয়ান,তাওহীদ, হাবিব মিয়া।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা রানার্সআপ ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো:ফয়েজ আহমেদ, সহকারি রেফারি ছিলেন জালাল, সাদিক,শহিদ, তাওহিদ, প্রমূখ।
ফাইনাল ম‍্যাচে আগত অতিথিদের কে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা ক্রেস্ট প্রধান করা হয় এবং নৈশভোজের ব‍্যবস্থা ছিল। আরাফ স্পোর্টিং ক্লাবের পক্ষে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, মুসাব্বির,আলমগীর,মাসুম,আমিন,শরিফ, নয়ন,আর ঘাসিটুলা বয়েস ক্লাবের পক্ষে ফাইনাল খেলায় অং নেন ,মারজান,বক্কর,সোহাগ,ইমন,জাহিদ,হ্নদয়। ফাইনাল খেলায় ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ পুরস্কার গ্রহন করেন ঘাসিটুলা বয়েস ক্লাবের ক‍্যাপটেন বক্কর আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain