অনুসন্ধান ডেস্ক ::: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য মাসুক আহমদ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। তারা বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশ গঠনে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করতে হবে। একটি প্রগতিশীল ও মানবিক বাংলাদেশ গড়তে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি