অনুসন্ধান ডেস্ক ::: মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ট সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। দেশ স্বাধীনের ৫৪ তম বছরে বিজয় দিবসে এবারো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর সেনানীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিনিয়র সদস্য ও ইউএনবি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, ক্লাবের, ক্লাবের কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, সদস্য রনজিত সিংহ, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ও ক্লাব সদস্য ইউসুফ আলী, দৈনিক মানব জমিনের ফটো সাংবাদিক ও শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী মাহমুদ হোসেন, সিলেট ভিউ২৪.কম এর নিউজ ইনচার্জ এনামুল কবীর, আনন্দ টিভির এম আর টুনু তালুকদার, আধুনিক কাগজের চিফ ফটো সাংবাদিক এস এম রফিকুল ইসলাম সুজন, মাইটিভির ক্যামেরা পার্সন শাহীন আহমদ, দৈনিক আজকের সিলেট.কম এর সহকারি সম্পাদক এস এম মিজানুর রহমান, শ্যামল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ও এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন রেজা রুবেল।
আরও উপস্থিত ছিলেন-ক্লাব সদস্য মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, ক্লাবের খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন এবং ক্লাবের অফিস সহকারি সাদিকুর রহমান প্রমুখ।