শিরোনাম :
তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা সিলেটে আ.লীগের সভাপতি তারা মিয়া গ্রেফতার জমকালো আয়োজনে সম্পন্ন হলো ৮ম ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি, দয়া করে কেউ লন্ডন এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২ মহান বিজয় দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি ধানের শীষেই জনগণের রায় প্রতিফলিত হবে : অ্যাড. এমরান চৌধুরী

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেয়া হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।
কয়েস লোদী বলেন, খেলাধূলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে। সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।
এসময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ স্বরুপ বলেন, আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়। আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
তিনি বুধবার (১৭ ডিসেম্বর) আখালিয়া সোনালী আবাসিক এলাকায় স্বর্ণালি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বর্ণালি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক স্বপন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সবুর আহমদ, প্রফেসর আব্দুস শহিদ, জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিক আহমদ, সাবেক শিশু বিষয়ক সম্পাদক মহানগর বিএনপি দিলুয়ার হুসেন জয়, ৩৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়খ রাজু মিয়া, মহানগর জিসাস’র সদস্য সচিব সাব্বির হুসেন জামিল, মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি এমসি রুবেল আহমদ। উপস্থিত ছিলেন মেহেদী হাসান, শাওন আহমদ, রায়হান উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain