শিরোনাম :
সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ওসমান হাদিকে বাঁচানো গেল না সিলেট সিটি কর্পোরেশনের বস্তিসমুহের সমস্যাগুলো নিয়ে কমিউনিটি কর্মশালা “সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্ততা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব-সিলেটে নাগরিক সংলাপে বক্তারা সিলেট গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ মহানগর খেলাফত মজলিসের বিজয় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেটে যুবদলের আনন্দ মিছিল জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা সাজা ভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি মহান বিজয় দিবসে সিলেট ষ্টেশন ক্লাবের বিভিন্ন কর্মসূচী পালন

সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রইছ উদ্দিন চৌধুরী ইসলামীয়া মাদরাসা, আলিনগর, বিয়ানিবাজার, সিলেট এর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলে এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করতে সহায়ক ভূমিকা রাখে। তিনি সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে বিদ্যালয় কর্তৃক এ ধরণের প্রতিটি কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সকালে-সিলেট আখালিয়া নোয়াপাড়া ক্যাম্পাসে-সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিটি মডেল স্কুল ও সিটি আদর্শ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শাহখুররম ডিগ্রী কলেজ, টুকের বাজার, সিলেট সহকারী প্রফেসর(ICT) আব্দুস শহিদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ওবায়দুল হক শাহীন, অন্যানদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক মো: আল ফাহাদ মোল্লা, সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain