অনুসন্ধান ডেস্ক ::: রইছ উদ্দিন চৌধুরী ইসলামীয়া মাদরাসা, আলিনগর, বিয়ানিবাজার, সিলেট এর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলে এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করতে সহায়ক ভূমিকা রাখে। তিনি সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে বিদ্যালয় কর্তৃক এ ধরণের প্রতিটি কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সকালে-সিলেট আখালিয়া নোয়াপাড়া ক্যাম্পাসে-সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিটি মডেল স্কুল ও সিটি আদর্শ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শাহখুররম ডিগ্রী কলেজ, টুকের বাজার, সিলেট সহকারী প্রফেসর(ICT) আব্দুস শহিদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ওবায়দুল হক শাহীন, অন্যানদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক মো: আল ফাহাদ মোল্লা, সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।