শিরোনাম :
আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শুরু ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন সিলেট ৩৭ নং ওয়ার্ডে কৃষক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিলেন-খন্দকার মুক্তাদির ফুলের মালা পড়িয়ে বরণ ‘‘সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত” সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন বিএনপিকে ভালোবাসি বলেই রাজনীতিতে এই আত্মত্যাগ-মোঃ শাহীন মিয়া

আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট মহানগর ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার স্বরূপ মনিপুরি শাল (চাদর) প্রদান এবং ৮নং ওয়ার্ডে বসবাসরত অসহায় দরিদ্র ৫০০ পরিবারের মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে মহিলাদলের নেতৃবৃন্দের কাছে আজ সোমবার (২১ ডিসেম্বর) রাতে নগরীর পাঠানটুলা এলাকায় উপহার ও শীতবস্থ হস্তান্তর করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণী ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী,বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনি, মহানগর বিএনপি সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস‍্য ছালেক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা শায়েস্তা মিয়া,কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলী বাইন উদ্দিন, সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া,আজিজ খান সজিব এর সহধর্মিণী ও ৮নং ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক কমিটির সদস‍ তান্নি আক্তার সহ নেতৃবৃন্দ। সিলেট মহানগর ৮নং ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক দিলারা বেগম সহ ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের শীতবস্ত্র বিতরনের জন‍্য গ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, বিএনপি,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন এম এ হান্নান সরকার সানিম,বাচ্চু মিয়া,আব্দুল আহাদ,ফারুক আহমদ,রবিউল হাসান,তানিম আহমদ ৩ নং ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সামিনা আক্তার সীমা সহ প্রমুখ।

সিলেট মহানগর ৮নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস‍্য বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রিমা আচার্য জয়ন্তী,ঝর্না রাণী দাস,নাজমা বেগম,সুদিনা আক্তার মনি,ফাহিমা আক্তার কলি,মতুর্জা বেগম,রাশেদা আক্তার রিমা,নুপুর,আম্বিয়া বেগম,সুমনা বেগম,রোকেয়া বেগম,মারুফা বেগম,জ‍্যোৎস্না বেগম,জরিনা বেগম,আইঁরিন বেগম,সুরুজান বিবি,ময়না বেগম,সাহিদা বেগম,নূর জাহান বেগম,রোহেনা বেগম,

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় মহিলাদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব এর এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain