শিরোনাম :
আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শুরু ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন সিলেট ৩৭ নং ওয়ার্ডে কৃষক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিলেন-খন্দকার মুক্তাদির ফুলের মালা পড়িয়ে বরণ ‘‘সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত” সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন বিএনপিকে ভালোবাসি বলেই রাজনীতিতে এই আত্মত্যাগ-মোঃ শাহীন মিয়া

সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই তারেক রহমানের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। এ লক্ষ্যে বিএনপি ঘোষিত দেশ গড়ার পরিকল্পনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সংগঠিত আন্দোলন ও কর্মসূচি আরও বেগবান করতে যুবদলের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রাজপথে শক্ত অবস্থান থাকতে হবে।
তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই যুবদলের রাজনীতির মূল শক্তি। আগামীর আন্দোলন সফল করতে প্রত্যেক ইউনিটকে সুসংগঠিত ও সক্রিয় রাখতে হবে।
সোমবার (২১ ডিসেম্বর) রাতে নগরীর ভাতালিয়াস্থ সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর কার্যালয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদল আয়োজিত মতিবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুবদল সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি রাজনীতি করে। তাই তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। যুবদল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মির্জা মোঃ সম্রাট হোসেন আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। যেকোনো আন্দোলন-সংগ্রামে সিলেট মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নিতে প্রস্তুত রয়েছে।
মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মো. মহিবুল আলম, অসীম কুমার সিংহ, প্রানেশ দেব, ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমদ, সৈয়দ আমিন আহমদ, মাহিন আজাদ খোকন, মালেক আহমদ, মো. জুয়েল আহমদ জুবের, মো. ময়নুল ইসলাম, মুমিনুর রহমান তানিম, মো. কুতুব উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, পারভেজ খান জুয়েল, শামীম রেজা, মো. সাহেদ আহমদ, করুনাময় সিংহ, শহীদুজ্জামান সুমন, জাহিদ হাসান, আব্দুল মজিদ সাকি, এম. এ. সালাম, মো. তারেকুল ইসলাম, বদরুল ইসলাম, মো. দিলাজ আহমদ, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন কয়েছ, মো. নুর উদ্দীন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন তাইফুর, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, নাজির আহমেদ, কাওছার হোসেন খান, মাহফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ, মো. ছবরুল ইসলাম, হাসান আহমদ রাসেল, হোসেন আহমেদ, মো. হোসেনুর রহমান রিজভী, বাবর আহমদ, মো. মেহেরাজ হোসেন রাজু, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, ক্রীড়া সম্পাদক এ কিউ এম শাহরীয়ার জালালী কাইজার, শ্রম বিষয়ক সম্পাদক মো. মোস্তাক আহমদ বাপ্পি, স্বাস্থ্য বিষয় সম্পাদক রাসেল আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমর, মো. আশরাফ হোসেন সুহেব, মো. আব্দুল মালেক সুমন, মো. হাবিবুল বাশার হাবিব, জামিল আহমদ, সহ সাহিত্য ও প্রকাশ বিষয় সম্পাদক লায়েক আহমদ, সহ আইন বিষয় সম্পাদক মো. সামছুল ইসলাম, মো. রেজাউল করিম, সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক মো. সাহেদ আলম, সহ গ্রাম বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন জহির, সদস্য বি পি দেব শুভ (বুদ্ধ প্রতিম দেব) প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় সিলেট মহানগরের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain