অনুসন্ধান ডেস্ক ::: সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মডেল স্কুলের নোয়াপাড়া ক্যাম্পাসে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান শরদিন্দু ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন দিশারী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রবাল কান্তি ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আতিক আহমেদ, অ্যাডভোকেট কিবরিয়া আহমদ, অ্যাডভোকেট আজহার হোসেন প্রমুখ। এছাড়ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এ যেন শুধু পরীক্ষা নয়, জ্ঞানচর্চার এক পবিত্র যাত্রা। সিটি আদর্শ ফাউন্ডেশন আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে আলোকিত ভবিষ্যতের পথে। বিজ্ঞপ্তি