শিরোনাম :
সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও মহানগর বিএনপির শোক দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিপিজেএ সিলেটের শোক সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ আল্লাহর রহমত আমরা চাই-মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান সবাই মিলে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার সারাদেশের মসজিদ গুলোতে দোয়ার কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া কর্মসূচি পালনের জন্য আহবান করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডে দোয়া কর্মসূচি পালন করা হয়।
হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন- তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ ছিল সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রের সুশাসনের জন্য। আজ তিনি গুরুতর অসুস্থ। একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করেন। তার সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা- এসবের প্রতিটি আন্দোলনের সামনে ছিলেন বেগম খালেদা জিয়া। দেশ ও জনগণের স্বার্থে তার ত্যাগ-অবদান তুলনাহীন।
তিনি আরও বলেন, নেত্রী খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির বিষয় নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষাকারী প্রতিটি মানুষের আবেগের বিষয়। আমরা চাই আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। দেশের সকলের কাছে আমাদের দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার শক্তি দেবেন। ৩৬ নং ওয়ার্ডে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদী ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহর মাগফেরাত কমানা এবং তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন করায় শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain