সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ
গোয়াইনঘাট প্রতিনিধি ::: গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম আহমদের দাদি মোছা:সখিনা বেগম ইন্তেকাল করেছেন। গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার গুচ্ছগ্রামস্থ উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত ১১ ঘটিকার সময় গুচ্ছগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক শাহআলম এর দাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।