শিরোনাম :
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদির ও মহানগর বিএনপির শোক দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে শীতার্ত শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ–চট্টগ্রাম অঞ্চল এর উদ্যোগে এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এছাড়া অনুষ্ঠানে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি চাহিদার ভিত্তিতে আশপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সিনিয়র সহ সভাপতি তপতী বড়ুয়ার সভাপতিত্বে,আওলাদ হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়াল যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী,স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম নাজ, প্রধান আকর্ষণ ছিলেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোন্ডেন ড্রীম ইউ’র চেয়ারপার্সন মোছা: কামরুন্নেছা খানম শোভা মতিন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক উৎফল বড়ুয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও রক্তদাতা কামাল আহমেদ আম্বিয়া, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা তারেক আহমদ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া,নিউজ বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টস আমীর হোসেন সোহাগ, নারী উদ্যোক্তা আখলিমা বেগম।

আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষ ও শিশুদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain