শিরোনাম :
সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির খালেদা জিয়ার সুস্থতা কামনায় এম এ রউফ এর উদ্যোগে ভাতগাও ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রতিনিধি সভা অনুষ্টিত সিলেটে ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান

মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রতিনিধি সভা অনুষ্টিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ  মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর শাখার প্রতিনিধি সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ  মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মনসুর আহমদ লস্কর এর সভাপতিত্বে এবং  মহানগর শাখার সাধারণ সম্পাদক সামাদ আজাদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদর দপ্তরের সেন্ট্রাল ওরগানাইজার মনোরঞ্জন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ  মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. মোছলে উদ্দিন, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক ইমন আহমদ, আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ সাদী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আজিজুর রহমান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ সকল অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের সোচ্ছ্বার র ভূমিকা রাখতে হবে। সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে মানবাধিকার কর্মীদের পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। আমাদের সবার সম্মানিত প্রচেষ্টাই একটি বৈষম্যহীন ও সম-মর্যাদার সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে পারবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর মানবাধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain