অনুসন্ধান ডেস্ক ::: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই!
পরে বিকেলে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের মাঠে নিয়ে আসা হয় জাকির মরদেহ। বিকেলে মাঠেই তার জানাযার নামাজ সম্পন্ন হয়। তাতে ক্রিকেটারসহ কর্মকর্তারা অংশ নেন। মাঠ থেকেই প্রিয় শিষ্যদের কাধে চড়ে শেষ বিদায় নেন এই ক্রিকেট কোচ।
পরে পরিবারের তত্ত্বাবধানে তার লাশ কুমিল্লায় তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাঁর মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
মাহবুব আলী অসুস্থ হওয়ার পর মাঠে তাঁকে ঘিরে জটলা তৈরি হতে দেখা যায়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অসুস্থ বোধ করায় অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো গেল না। দুপুর ১টায় মারা যান তিনি।
শোকাবহ এ ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ছিলেন ক্রিকেটের আরও কয়েকজন তারকা।
মাহবুব আলী জাকির মৃত্যুতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাঙ্গনে একজন নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক প্রস্থান শোকের ছায়া নেমে এসেছে পুরো বিপিএলে।