অনুসন্ধান ডেস্ক ::: সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ক্লাব কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সাবেক সভাপতি ই. ইউ শহিদুল ইসলাম এডভোকেট এর সভাপতিত্বে ক্লাব প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী বাৎসরিক প্রতিবেদনের উপর আলোচনা পেশ করেন।
সভায় বক্তব্য রাখেন সাবেক ক্লাব প্রসিডেন্ট নুরুদ্দীন আহমদ এডভোকেট, মহবুব আহমদ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, মঞ্জুর আহমদ চৌধুরী,
সিনিয়র ক্লাব সদস্য সামুন মাহমুদ খান, ফেরদৌস চৌধুরী রুহেল, আবুল কাহের চৌধুরী শামীম, নাসিম হোসাইন, গোলাম জাবির চৌধুরী, জিয়াউল হক, আব্দুল্লাহ আহমেদ, সৈয়দ রশিদ আহমদ এহসান, জাকির আহমদ, লুৎফুর বক্স সাধন, মসিহ মালিক চৌধুরী, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাইফুদ্দিন খালেদ, এ. এস সিরাজুল হক চৌধুরী, ডা: বনদীপ লাল দাস, হাজী আব্দুল মতিন, প্রমুখ।
বাৎসরিক সাধারণ সভা পরিচালনা করেন ক্লাব কোম্পানী সেক্রেটারী পরাগ কান্তি দেব।