শিরোনাম :
দোয়া মাহফিল শেষে সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল মুক্তিযুদ্ধা, জুলাই যুদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি নিয়ে মনোনয়ন জমা দিলন খন্দকার মুক্তাদির সিলেট-৪: হাকিমকে সাথে নিয়ে মনোনয়পত্র জমা দিলেন আরিফুল হক চৌধুরী সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জমিয়তের উবায়দুল্লাহ ফারুক তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌছে দিতে হবে : খন্দকার মুক্তাদির জাফলংয়ে ভাঙারি দোকান থেকে পুরাতন মর্টার শেল উদ্ধার সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাদি হত্যার বিচার চেয়ে সিলেটে আজও বিক্ষোভে ইনকিলাব মঞ্চ সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

দোয়া মাহফিল শেষে সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিলেট জেলার ৬টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীগণ। সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে এক যোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন জামায়াত প্রার্থীগণ।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত ১১ দলের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। শেষ দিনে সকল প্রার্থীগণ মনোনয়ন জমা দিয়েছেন। তবে আসন সমঝোতা হলে নির্ধারিত আসনের জামায়াতের প্রার্থীগণ মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। তাই সবাইকে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জোটভুক্ত দলসমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রার্থীগণ পৃথকভবে মনোনয়ন পত্র দাখিল করেন।

প্রার্থীদের মধ্যে থেকে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ সিলেট জেলা ও মহানগর দায়িত্বশীল, স্ব স্ব এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain