অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন, যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ ও নুরুল আমীসহ বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এম এ রউফ তিনি জানান, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।
এদিকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকায় সমবেত হচ্ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।