অনুসন্ধান ডেস্ক ::: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন লাখো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে।
আজ কোনো প্রকার রাজনৈতিক আড়ম্বর বা উচ্চকণ্ঠ ছাড়াই এক গভীর বিষণ্নতা আর নিস্তব্ধতা সঙ্গী করে তারা এসেছেন। তাদের চোখেমুখে স্পষ্ট একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা।
বুধবার (৩১ ডিসেম্বর) মহাখালী ও বনানীর মূল সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন অজস্র মানুষ। এ সময় এক ভিন্নধর্মী গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে। সবার চলনে এক ধরনের শোকাতুর গাম্ভীর্য দেখা গেছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা আয়োজনে নয়, ব্যক্তিগত শ্রদ্ধাবোধ থেকেই তারা এই বিদায় বেলায় উপস্থিত হয়েছেন।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, তারা অত্যন্ত শান্তভাবে সাধারণ মানুষের স্রোতে মিশে এখানে এসেছেন। কোনো প্রকার আতিশয্য ছাড়াই একটি স্নিগ্ধ ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে এই মানুষগুলো শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হচ্ছেন।