শিরোনাম :
শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, আটক ১৬ সিলেটে শহীদ মিনারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা চারিকাটির চক্ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান সম্পন্ন স্বামীর পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া খালেদা জিয়ার শেষ বিদায় জনসমুদ্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল খালেদা জিয়া-নেত্রীকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নিতে লাখো জনতার ঢল শেষবার খালেদা জিয়াকে গুলশানের বাসায় মরদেহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক” খালেদা জিয়ার মাগফেরাত কামনায় “জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটে শহীদ মিনারে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। এই ঐতিহাসিক প্রস্থানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শোকের অংশ হিসেবে সিলেটের সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিলেটের সাধারণ মানুষ।

জানাজার নামাজের ইমামতি করেন হাফিজ মারজান আহমদ। এর আগে উপস্থিত জনসাধারণ ওই স্থানে আসরের নামাজ আদায় করেন। আসরের নামাজের ইমামতি করেন মমশাদ হোসেন রিফাত।

জানাজার নামাজ শেষে উপস্থিত জনসাধারণ বলেন, খালেদা জিয়ার প্রস্থান দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আগামী ১০০ বছরের এরকম আপোষহীন নেত্রী আসবে কী না তা অজানা। সকলেই মরহুমার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাঁর আদর্শ ও নীতিকে প্রাধান্য দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহরের বিপণিবিতানগুলোও বন্ধ ছিল আধাবেলা। অলিগলি থেকে গুরুত্বপূর্ণ মোড়, স্থানে স্থানে উড়েছে কালো পতাকা, ব্যানার। যেন পুরো নগরীই নিঃশব্দে বিদায় জানিয়েছে একজন সময়ের সাহসী রাষ্ট্রনায়ককে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain