অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেন, বাংলাদেশ হারালো তার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি প্রতিকূল সময়ে দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন। কারাবরণ, অসুস্থতা ও নানা নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি। তাঁর বিয়োগের মাধ্যমে একটি আপোষহীন ইতিহাসের অবসান হলো।
তিনি মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অগ্রভাগে উচ্চারিত হবে। সংকটকালে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামে পরিচালনায় স্মৃতিচারণ করে শোক বইতে স্বাক্ষর করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলার আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মো. ছিদ্দিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিনা শারমিন তামান্না, সোনালীস্বপ্ন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশরাফ গাজী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সদস্য সচিব এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
এসয়ম উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটি সদস্য শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, সদস্য শাহীন আলম, মোশারফ হোসেন আমিত, রাধে মল্লিক তপন, শাহীন আহমদ, কৃতিশ তালুকদার, সাইদুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি
-বিজ্ঞপ্তি