অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের অবহেলিত, অনগ্রসর দলিতদের জীবনমানের উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফোকাল গ্রুপ আলোচনা সভা করেছে সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমষ্টি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর মীরবক্সটুলাস্থ জাতীয় দৈনিক দেশবার্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্রিস্টিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান-এর সহায়তায় এ আলোচনায় সিলেটের সুবিধাবঞ্চিত দলিতদের দারিদ্র, শিক্ষা থেকে পিছিয়ে পড়া, সমাজে অবহেলা ও তাদের জীবনের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।
সমষ্টির সিলেট বিভাগীয় সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি-এর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমষ্টির কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান। আলোচনায় অংশ নেন গাজি টিভির সিলেট ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমি, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার মনিকা ইসলাম, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের (সিউজা) সভাপতি সুবর্ণা হামিদ, সহ সভাপতি দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের সিলেট প্রতিনিধি শাকিলা ববি, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের মানচিত্র-এর চিফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, সিলেট ভিউ-এর নিজস্ব প্রতিবেদক শুব্রত দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দলিত মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার নিয়ে গণমাধ্যমে জনসচেতনতা তৈরির জন্য আহ্বান জানান।-বিজ্ঞপ্তি