শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির ইসলামী শিক্ষা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিলে- খন্দকার মুক্তাদির খালেদা জিয়া তাঁর সুসন্তানকে আমাদের অভিভাবক হিসেবে রেখে গেছেন-অ্যাড. এমরান আহমদ চৌধুরী এক বছরের পরিচয়, শেষ পরিণতি নির্মম হত্যা নিঃশব্দ ভালোবাসায় সিটি আদর্শ ফাউন্ডেশেনের শীত জয়ের গল্প ২২ জানুয়ারি আসছেন তারেক রহমান, সিলেট থেকেই প্রচারণা শুরু জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের অভিযান মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে: এম এ মালিক ভোট ও গণভোটের বার্তা নিয়ে জাফলংয়ে ভোটের গাড়ি

খালেদা জিয়া তাঁর সুসন্তানকে আমাদের অভিভাবক হিসেবে রেখে গেছেন-অ্যাড. এমরান আহমদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আমাদের মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের অভিভাবক হিসেবে তাঁর সুসন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন। তাঁর নির্দেশেনা অনুযায়ী-ই আমাদের পা ফেলতে হবে। সংগঠনের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না। দলের বার্তা স্পষ্ট, যারাই সংগঠনের স্বার্থবিরোধী কাজ করবেন তারা স্বৈরাবাচারের দালাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোলপগঞ্জ পৌরসদরের একটি হলরুমে আয়োজিত এ দুআ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, বর্তমান উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের সদস্যসচিব আবেদ আহমদ, যুগ্ম আহবায়ক শাহিউল আলম চৌধুরী, জামাল উদ্দিন, সিনিয়র সদস্য কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়া গোলাপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দলের নির্দেশনার বাইরে যাওয়ার আমাদের কারো সুযোগ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিকরণে কাজ করতে হবে।
এদিকে, শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমআ বিয়ানীবাজারের শ্রীধরা এলাকার হযরত সৈয়দ শাহ রাহ. হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তৃতাকালে তিনি বলেন- আলেম-উলমার দুআ আর পরামর্শ নিয়েই আমাদের চলতে হবে। তাঁরা নায়েবে নবি। তাদেরকে অসম্মান আর নির্যাতন করার কারণেই একটি দলকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপি অতীতেও আলেমদের মূল্যায়ন করেছে, ভবিষ্যতেও করবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain