অনুসন্ধান ডেস্ক ::: শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি আদর্শ ফাউন্ডেশন। গত (৭ জানুয়ারি) ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই কার্যক্রমের বিশেষ দিক ছিল-শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অনেক শীতার্ত মানুষকে নিজ নিজ বাসস্থানে নিরাপদে পৌঁছে দেওয়া। শীতের মধ্যে যেন কাউকে কষ্ট করে রাস্তায় অবস্থান করতে না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন বলেন, “নীরবে ও সম্মানের সঙ্গে সাহায্য করাই তাদের মূল লক্ষ্য। প্রচার নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীতার্তদের মুখে হাসি ফোটানোই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
সিটি আদর্শ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে—নীরব দানেই মানবতার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। বিজ্ঞপ্তি