সংবাদদাতা গোয়াইনঘাট ::: সিলেটের জাফলংয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পেলুটারের চাপায় পারভেজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত পারভেজ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল (৮ম খণ্ড) গ্রামের জামাল মিয়ার ছেলে।
রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে, জাফলংয়ের কান্দুবস্তি জুমপার বেরীবাঁধ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি গর্তের পাশে দায়িত্ব পালনকালে আজিজ ও ফারুক আহমেদের মালিকানাধীন পেলুটারের চাপায় পারভেজের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন কেন্দ্রিক ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।