শিরোনাম :
জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: এম এ মালিক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শী অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির নতুন প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে-গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বীরকে হত্যার প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেটে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি, স্ত্রীরাও বিত্তশালী শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: এম এ মালিক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেন, খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী নন—তিনি ছিলেন গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক।

রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি দেশ পরিচালনায় আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। তার আদর্শ ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা।”
তিনি বলেন, চিকিৎসা শেষে নেত্রীর সঙ্গে লন্ডনে থাকার সময় তিনি দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার থেকেই তিনি স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন এবং আজীবন জনগণের সেবায় কাজ করে যেতে চান।
এম এ মালিক আরও বলেন, “আজকের এই শোককে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সামনে জাতীয় নির্বাচনে দেশবাসীর সমর্থনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন দীর্ঘ ১৭বছরের আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বিএনপি পক্ষে ও এম এ মালিকের পক্ষে এই অঞ্চলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।

তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে নিজের ও দলের জন্য দোয়া কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমর্থক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain