শিরোনাম :
আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন সিলেট চেম্বারের ‌কমিটির পদত্যাগ চান ব্যবসায়ীরা মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে সিলেটে বিক্ষোভ সিলেট ওসমানী মেডিকেলের নার্সদের কর্মবিরতি পালন সিলেট নিসচার মাসব্যাপী কর্মসূচীর উদ্ধোধন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে রাজিব আহসান জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রেসক্লাবে সদস্য ও সহযোগী সদস্য পদে আবেদনপত্র আহ্বান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন সদস্য ও সহযোগী সদস্য আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণের পর নতুন সদস্য ও সহযোগী সদস্য আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে স্ব-স্ব পত্রিকার নিয়োগপত্র অথবা আইডি কার্ড,
নিজেদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি সংযুক্ত করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত আগ্রহীরা নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলী গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সঙ্গে (মোবাইল ০১৭১৬৪৪১১১৪) যোগাযোগ করে জানা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মাসিক সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুবাস দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াস আকরাম, কোষাধ্যক্ষ মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, হারুন অর রশিদ, মো. আলী হোসেন, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain