শিরোনাম :
শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

এইচএসসি পরীক্ষা : ধরন বদলে শিক্ষার্থীরা আন্দোলন চালাবে

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: এক সপ্তাহের বেশি সময় ধরে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শর্তসাপেক্ষে সরকারি ও বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ঘোষণা দেওয়া হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই শর্ত প্রত্যাখ্যান করেছে। উপরন্তু আগের ৯ দফার পরিবর্তে দাবি ১১ দফা করে তা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় আন্দোলনের ধরন পরিবর্তন করা হয়েছে। রাস্তায় বিক্ষোভ-অবরোধ না করে আন্দোলন সীমিত করেছে।

এদিকে বুধবার থেকে হাফ ভাড়া নেওয়া শুরু হলেও বেশ কিছু শিক্ষার্থী অভিযোগ করেছে, ড্রেস দেখে বাসেই তোলা হয়নি তাদের।

আন্দোলনের মুখে ঢাকা বাস মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ শর্ত দিয়ে হাফ পাস কার্যকরের ঘোষণা দেন মঙ্গলবার। তিনি ওইদিন জানিয়েছিলেন বুধবার থেকে হাফ পাস বা অর্ধেক ভাড়া নেওয়া হবে। কিন্তু এদিন বেশ কিছু শিক্ষার্থী জানিয়েছে, তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় ও কটু কথা শুনিয়েছে কন্ডাক্টর ও সুপারভাইজাররা। তবে কেউ কেউ জানিয়েছে, বাসে ওঠার পর অর্ধেক ভাড়া নেওয়া হয়েছে। আবার অর্ধেক ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

কাকরাইল মোড়ে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম পুষ্পিতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘বনশ্রী থেকে কলেজে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম; কিন্তু আমাকে বাসে নেওয়া হয়নি। আকাশ বাসে (আকাশ পরিবহন) উঠতে চেয়েছিলাম; কিন্তু আমাকে নেওয়া হয়নি। ওই বাসটাতে ভিড়ও কম ছিল। আমার মনে হয় ইউনিফর্ম পরা ছিল বলে বাসে ওঠায়নি। তারপর আমি রিকশা দিয়ে চলে এসেছি।’

ওই ছাত্রীর সঙ্গে থাকা তার বান্ধবী জোবায়দা হোসেন মাহিও জানান, ‘বাস ফাঁকা থাকার পরও তাকে বাসে নেওয়া হয়নি।’

হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী মো. সংগ্রাম বলেন, ‘মগবাজার থেকে শান্তিনগর এসেছি, কন্ডাক্টর ১৫ টাকা ভাড়া চেয়েছিল, ১০ টাকা দিয়েছি। তেলের দাম বাড়ানোর পর থেকে ১৫ টাকা নেয়।’ এই দূরত্বে সরকার নির্ধারিত ভাড়া ১০ টাকা। সেই হিসাবে মগবাজার থেকে কাকরাইল পর্যন্ত অর্ধেক ভাড়া ৫ টাকা নেওয়ার কথা ছিল। কিন্তু সরকারের সিদ্ধান্ত মানা হয়নি। তবে যারা খুচরা হাফ ভাড়া দেন তাদের কাছ থেকে সে ভাড়াই নেওয়া হয়। নোট টাকা দিলেই বেশি ভাড়া রাখা হয় বলে জানা গেছে। সংগ্রামের সঙ্গে থাকা তার বন্ধু মো. সোহাগ বলেন, ‘পল্টন থেকে কাকরাইল এসেছি। ১০ টাকার অর্ধেক ভাড়া আমি ৫ টাকা দিয়েছি।’

বুধবার রাজধানীর রামপুরায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে ১১ দফা দাবি ঘোষণা করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালনের পর শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শাহিদুল ইসলাম আপন বলেন, ‘বৃহস্পতিবার থেকে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে তাই আমাদের আন্দোলন-অবস্থান কর্মসূচি শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্পটসহ প্রেসক্লাবের সামনে অবস্থান করব। কোনোভাবেই রাস্তা অবরোধ করব না। বিক্ষোভ না করে আমরা কালো ব্যাজ ধারণ করে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব।’ তবে তিনি এটাও জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার ঘোষণা না এলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন।

নতুন ঘোষিত ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো : দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ; সারা দেশে সব গণপরিবহনে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে হাফ পাস নিশ্চিত করা এবং কোনো শর্ত না দেওয়া; গণপরিবহনে ছাত্রছাত্রী, নারীদের অবাধ যাত্রা ও ভালো ব্যবহার নিশ্চিত করা; ফিটনেস, লাইসেন্সবিহীন গাড়ি ও চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; সব রাস্তায় ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং নিশ্চিত করা, জনবহুল রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো ও ট্রাফিক পুলিশের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র নিশ্চিত করা। এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ ও বাস দেওয়ার বদলে টিকেট ও কাউন্টারের ভিত্তিতে গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানো; গাড়ি চালকের কর্মঘণ্টা একনাগাড়ে ৬ ঘণ্টার বেশি না করা; সড়ক পরিবহন আইন সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করা এবং চালক-সহকারীদের জন্য নিয়মিত ডোপ টেস্ট করা।

এদিকে মতিঝিলের শাপলা চত্বরেও অন্যান্য দিনের মতো রাস্তা বন্ধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় অন্যান্য স্থানের শিক্ষার্থীদের মতো ‘জেগেছে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয় তারা। একই সঙ্গে তারা বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের কাগজপত্র এবং চালকের লাইসেন্স পরীক্ষা করে। কাগজপত্র ঠিক না থাকলেই গাড়ি আটক করে পুলিশের কাছে নিয়ে যায়।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ের চেয়ে বুধবার গণপরিবহন ছিল বেশ কম। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রী অভিযোগ করেন, তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। গুলিস্তান মোড়ে প্রায় ২০ মিনিটের মতো বাসের অপেক্ষায় ছিলেন, মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমি কাকরাইল যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না। রামপুরায় নাকি আন্দোলন হচ্ছে, এ জন্য গাড়ি কম।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain