শিরোনাম :
সিলেটে এবার সিএনজি অটোরিকশাকে যে নির্দেশনা দিলেন কমিশনার সবখানেই ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন-এম এ মালিক ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায়-লুনা বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবে : খন্দকার মুক্তাদির দেশ বিরোধী অপশক্তি রুখতে বিএনপি ও ধানের শীষের বিকল্প নেই-ফেঞ্চুগঞ্জে খান জামাল ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই জনগণের মুক্তির পথ : মিফতাহ্ সিদ্দিকী বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা ধানের শীষের পক্ষে খান জামালের প্রচারণা ও লিফলেট বিতরণ দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে হবে-এম এ মালিক লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে চা বাগান পরিবারের শিশুদের ফ্রি খৎনা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৫ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিডিইআরএম এর সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্নজু রবি দাসের পরিচালনায় সিলেট কোর্ট পয়েন্টে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলদা তথ্য সংগ্রহ করতে হবে। সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহেদা বেগম, আবু রবি দাস।

এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মতিলাল, মিনা রানী ঋষি, মহিলা সম্পাদিকা রাজ লক্ষী সিনহা,
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রাজু লাল ডোমার, কার্যকরি সদস্য নানকা রবি দাস, সদস্য শরমিলা রানী ঋষি, মিনতি রানী ঋষি, শছিন্দ্র ঋষি, জয় মালা রানী ঋষি, মধু ঋষি, খগেন্দ্র ঋষি, রবিন্দ্র ঋষি, শিবু ঋষি, লক্ষী রানী ঋষি, শেফালী রানী ঋষি, কুমদেনী রানী ঋষি, পপি রানী ঋষি, রিনা বেগম, সুলতানা রাজিয়া, রিনা বেগম, মনিয়া বেগম, ববিতা রানী ঋষি, দিলোয়ার হোসেন, কাজলী রানী ঋষি, আশালতা ঋষি, প্রিয় লাল ঋষি, মতিলাল দাস, দুলাল দাস, সুমিত্রা রানী ঋষি, গোপাল দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain