অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকার খেটে খাওয়া গরিব মেহনতী শ্রমিকদের পক্ষে সব সময় আছে, শ্রমিকদের ক্ষতি হয় এমন কোন উদ্যোগ গ্রহণ করবেনা। তিনি সরকারের নিয়ম-কানুন মেনে চলে ও জনগণের সেবার করার লক্ষে মালিক-শ্রমিকদের কাজ করার আহবান জানান।
মাসুক উদ্দিন আহমদ গতকাল ৬ ডিসেম্বর সোমবার সকালে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারি চালিত রিক্সা বৈধ ভাবে নগরীতে চলাচলের দাবীতে আয়োজিত মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট ও দুর্ভোগের কথা মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিনের কাছে তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন মালিক-শ্রমিক ও জনগণের সকল ক্ষেত্র বিবেচনা করে ব্যাটারি চালিত রিক্সা বৈধভাবে নগরীতে চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় মালিক শ্রমিক নেতৃবৃন্দ ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি মাসুক উদ্দিনের কাছে পেশ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই, মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, রিকশা মালিক আব্দুল জলিল, ছাদেক মিয়া, আব্দুস আনিসুর রহমান খান, শফিক মিয়া, আজিবুর, সামছু মিয়া, প্রকাশ, শাহ আবুল কালাম, আব্দুল বশির, সংগ্রাম মিয়া, শ্রমিক নেতা ইদ্রিস আলী, সামছুল ইসলাম, লাল চাঁন মিয়া, জিল্লুল হক, আব্দুছ ছালাম, আবুল কালাম, আবু বকর, শহীদুল ইসলাম, আজাদ মিয়া, আব্দুল আহাদ, আব্দুল খালিক, আব্দুছ ছালাম, বসির উদ্দিন, আক্কাস মিয়া, শাহ আব্দুল কুদ্দুস, আব্দুল গনি, ইসলাম মিয়া, মোঃ দুলাল মিয়া প্রমুখ।
এর আগে ব্যাটারি চালিত রিক্সা বৈধভাবে নগরীতে চলাচলের অনুমোদন দেয়ার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার বরাবরে পৃথক পৃথক ভাবে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
Abdul