নিউজ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধানসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি শালবাগান ক্যাম্প-২৬ এর ই/৩ ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শালবাগান ক্যাম্পে ব্লকে-এ/৩, বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে তোহা ও নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-সি, এমআরসি ০৮২৫৪ বাসিন্দা মো. আবুল ফয়েজের ছেলে মো. আব্দুল্লাহ।
এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৬এর এ/৩ ব্লকে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধান তোহাসহ দুই ডাকাতকে আটক করা হয়। ঐ সময় ডাকাতদলের৬-৭ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।