অনুসন্ধান নিউজ :: আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’। ১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে। দিবসকে কেন্দ্র করে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এক আলোচনা সভা ও র্যালী বের করা হয়।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে নগরীর বন্দরবাজার হয়ে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভার মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।