বড়লেখায় রাস্তা ও বিদ্যালয় ভবনের উদ্বোধন-মন্ত্রী মো. শাহাব উদ্দিন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের বড়লেখায় চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন ও ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ভায়া সুড়িকান্দি-মাইজগ্রাম দেওয়ান শাহ (রা.) মাজার রাস্তার ১ কিলোমিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ২ লাখ টাকা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ভায়া সুড়িকান্দি-মাইজগ্রাম দেওয়ান শাহ (রা.) মাজার রাস্তার ১ কিলোমিটার উন্নয়ন কাজে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা।

এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।

অপরদিকে সকালে মন্ত্রী বড়লেখা ৬ নম্বর সদর ইউনিয়নে বিনামূল্যে জিআর চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain