নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেল্টার চেয়ে ভয়ঙ্কর হলেও এখনো কেউ মারা যায়নি। আমাদের দেশের দুজন খেলোয়াড় এ ভাইরাসে আক্রান্ত হলেও তারা সুস্থ আছেন।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে এবং আসছে। এসব মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা আর তৃতীয় ওয়েবে যেতে চাই না। দ্বিতীয় ওয়েবেই শেষ করতে চাই। আর এ জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কারণ স্বাস্থ্য বিধি মানার কোন বিকল্প নেই।
দেশে করোনার টিকার কোন সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান।