নিউজ ডেস্ক :: ভোরে পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাজস্থান। শুক্রবার ভোর ৪টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে পর পর তিন বার ভূমিকম্প হয় রাজস্থানের জয়পুরে।
জয়পুর কাঁপার কিছুক্ষণ পরেই ভোর ৫টারে দিকে মণিপুরের উখরুলে ভূমিকম্প হয়। তকে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রাজস্থানে কয়েক মিনিটের মধ্যে পর পর তিনবার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত শহরবাসী।
আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, শুক্রবার ভোর ৪টা ৯ মিনিটে জয়পুরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ৪.৪ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। আর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর পর ৪টা ২২ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.১। ভূ পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
তৃতীয় ভূকম্পন অনুভূত হয় ভোর ৪টা ২৫ মিনিটে। এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৪।
জয়পুরে তিন দফা ভূমিকম্পের পর ভোর ৫টা ১ মিনিটে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্য মণিপুর। রাজ্যের উখুরুলের ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পন কেন্দ্র। মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫।