সিলেটে ফের সড়ক দুর্ঘটনা, এবার প্রাণ গেল সাব-রেজিষ্ট্রার অফিসের কর্মকর্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে কিছুতেই থামছে না সড়ক দুর্ঘটনা। একের পর এক ঝড়ছে তাজা প্রাণ। এবার জেলার বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী আতাউর রহমান (৪৫)। নিহত আতাউর সিলেট সদরের লামাবাজার এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জকিগঞ্জ-সিলেট মহাসড়কের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা রাস্তার পাশের পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তাররা একজনকে নিহত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain