দেশের স্বার্থে সকল অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকতে হবে-সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন বলেছেন, কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতে ওঠেছে। বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সিলেটের সিলেট সদর উপজেলায় দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, কোন লোক সরকারকে পছন্দ নাও করতে পারে। কিন্তু এর মানে এই না যে, সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে গিয়ে দেশের ক্ষতি করছে। তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে প্রশাসনকে নেয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই দেশের স্বার্থে সকল অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকতে হবে।

চেক ও ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোনে, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক ও নিজাম উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain