চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে নতুন চুক্তি সম্পাদন করার দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
একইসাথে বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধের দাবিও জানানো হয়।

গত (২৮ জুলাই) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

চা শ্রমিক ফেডারেশনের দিলীপ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা সদস্য সচিব ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য মামুন ব্যাপারী, চা শ্রমিক ফেডারেশনের সাজন দাস, সেফালি, রানী যাদব।

মানববন্ধনে বক্তারা বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হলেও অনেক বাগানের শ্রমিকার এই মজুরি পাচ্ছেন না।

ইতিমধ্যে মেয়াদ অতিক্রান্ত হওয়ায় নতুন চুক্তি করে দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চা-বাগানের মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে টালবাহানা করছে। অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করা দাবি জানানো হয়।

অন্যথায় চা-শ্রমিকদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain