অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) রাতে সদর কুমারগাওঁস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচন সভার আয়োজন করা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরপবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও শায়েস্তা তালুকদার এবং মিজানুর রহমান এর যৌথ পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী জগদীশ চন্দ্র দাস বলেন, আমাদের বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দান করতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি সংগঠনের কার্যক্রম আরো সমৃদ্ধি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন,সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য সুদীপ দে, টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসা মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার এান ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা সুলতানা, অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহানগর যুব মহিলা লীগের নেত্রী রিনা বেগম,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা সুজন মিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি শায়েস্তা তালুকদার, সাধারণ সম্পাদক সৌরভ আহমদ, যুব কমান্ড নেতা রিমুল মিয়া, সাবুল আহমদ, সুজন মিয়া, সদর সেচ্ছা সেবকলীগ নেতা ফারহান, জুনেদ আহমদ সদর উপজেলা যুবলীগ নেতা মুশাহিদ মির্জা , সরকার, আলম ,জালাল মিয়া সহ নেতৃবৃন্দ। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাহবুবুর রহমান রাশেদ প্রমুখ।