লাক্কাতুরায় ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরের লাক্কাতুরায় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধারের করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের। সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর তিনি কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিলেটটুডেকে মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে একজন আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।

মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain