বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ -সিলেট অঞ্চল’র উদ্যোগে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন উদযাপিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া :: শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার ২৫৬৭ বুদ্ধবর্ষ, সকাল-৯:৩০ ঘটিকায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল’র উদ্যোগে মুসলিম সাহিত্য সংসদ, দরগাহ গেইট, সিলেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শুভ আষাঢ়ী পুর্ণিমা ২০২৩ উদযাপন করা হয়।

এই পূণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’টি পাতা একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত সাধনানন্দ মহাথেরো, পরিচালক,বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বুদ্ধ বিহার কমপ্লেক্স, রাঙ্গামাটি পার্বত্য জেলা, সহ পরিকল্পনা সচিব,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, অতিথি ছিলেন সত্যানন্দ শ্রামন, বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বুদ্ধ বিহার কমপ্লেক্স, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশু মারমা, সহ সভাপতি তপতী বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী,প্রকৌশলী সাজু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, উপস্থিত ছিলেন তপন মহাজন, তমাল বড়ুয়া, সুজন বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ -সিলেট অঞ্চল’র সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain