সিলেট-সুনামগঞ্জ সড়কে ফের দুর্ঘটনা, নিহত-১

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার পশ্চিম চেচানে হাইওয়ে সড়কে পাথর ফেলে রাখার কারণে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত (৪ আগস্ট) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কের চেচান নামক স্থানে রাস্তার মধ্যভাগজুড়ে পাথর ফেলে রাখা হয়েছে। এ কারণে বৃহস্পতিবার দিবাগত (৪ আগস্ট) রাত ৩টার দিকে সিলেটগামী অ্যাম্বুলেন্স ও সুনামগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

এসময় অ্যাম্বুলেন্সে থাকা জামালগঞ্জ উপজেলার বেহলী আলীপুর গ্রামের মৃত জুয়াদ আলীর ছেলে শামছুর রহমান (৭০) ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় গুরুত্বর আহত ৪ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিম গিয় হতাতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির।

এর আগে ২ আগস্ট (বুধবার) সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এনজিও সংস্থা ‘ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain