শিরোনাম :

গোয়াইনঘাটে শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভার অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলা অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম উদ্দিন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাঈল আলী মাষ্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। আলোচনা সভায় মন্ত্রী ইমরান আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন যাঁকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত সেই মহান ব্যক্তি স্বাধীনতার ৫২ বছর পরেও কর্মীদের মাঝে বেচে আছে জীবন্ত মুজিব। বঙ্গবন্ধু তার জীবনের প্রতিটি সময় মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে নিজের জীবন বিপন্ন করে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে জড়িত হয়েছিলেন দেশের মানুষের দুঃখ ঘোচানোর জন্য। রাজনৈতিক কর্মী থেকে হয়েছেন জাতির পিতা। বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনৈতিক কারণে গণমানুষের হৃদয়ে স্থান করে নেন তিনি। কর্মনিষ্ঠ, ধৈর্য, সংগ্রামী চেতনা, আপসহীনতা আর অসীম সাহসিকতার জন্য যুগস্রষ্টা নেতা হয়েছিলেন তিনি। পূর্ব বাংলার ইতিহাস গড়েছেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মী-কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও একটি গোষ্ঠী করে যাচ্ছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মত ষড়যন্ত্র রোধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনীত প্রার্থী-কে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান লেবু, নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সুভাস চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক এড. জামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামিম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অলিউল্লাহ, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা তাতী লীগের সভাপতি দ্বিপক চক্রবর্ত্তী, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব,রুস্তম পুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল মেম্বার, যুগ্ম আহ্বায়ক ফসল আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সরকার, ফতেহপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগে আহ্বায়ক শাহ আলম যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, প্রমুখ।এছাড়াও একই দিনে মন্ত্রী ইমরান আহমদ গোয়াইনঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগিদের মাঝে গবাদি পশু ও হাঁস মুরগির ঘর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীণ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain