শিরোনাম :

বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুক্তি যুদ্ধের চেতনায় উজ্জীবিত, স্বাধীনতার স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার আয়োজনে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদের স্বরণে আজ ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। আজ বৃহম্পতিবার ( ২৪শে আগষ্ট) দুপুরের নগরীর ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুন নূর এর সভাপতিত্বে, ও বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুস সালাম এর সঞ্চালনায়, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের প্রাক্কালে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পুরান কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা এরশাদ খান, সুনামগঞ্জ আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সভাপতি প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain