শিরোনাম :
আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ ও লায়েকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্রউদ্ধার বিমান বন্দরে স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাহীন সংবর্ধীত আজ একমাস! বিপ্লবের ভাষা কি আমরা বুঝতে পেরেছি? পতিত স্বৈরশাসক বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি দুরে নয়! শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ১৬ সেপ্টেম্বর পবিত্র মিলাদুন্নবী (সা.)

বেলা’র উদোগে জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্টোন ক্রাশারের অবৈধ ব্যবহারে সমাজের একটা শ্রেণী লাভবান হলেও জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়ছে। স্টোন ক্রাশারকে নির্দিষ্ট জোনের মধ্যে নিয়ে আসা হবে, তবে এর জন্য যথেষ্ঠ সময় দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সবকিছু আধুনিকায়ন হচ্ছে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, যারা ব্যবসা করছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশ, কৃষিজমি যেন নষ্ট না হয়, ঘরবাড়িতে ধুলোবালি না পড়ে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমস্যা না হয়। পর্যায়ক্রমে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় মেশিন মালিকদের সাথে সচেতনতামূলক সেমিনারের ব্যবস্থা এবং তারপর নোটিশ দেয়া হবে। এরপরও নীতিমালা অনুসরণ না করলে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে স্টোন ক্রাশার মেশিনের অবৈধ ব্যবহার, জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

মূল প্রবন্ধে জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক নেতিবাচক প্রভাব তুলে ধরে এর আশু করণীয় হিসেবে দ্রুত ক্রাশিং জোন ঘোষণা এবং নীতি অনুযায়ী পরিবেশ সম্মত স্থান নির্ধারণের অনুরোধ করা হয়। তাছাড়া অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ, দৃষ্টান্তমূলক শাস্তিসহ বেশ কিছু করণীয় উল্লেখ করা হয়।
হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিপিএম এবং সুনামগঞ্জ জেলার সহকারি ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন।

এসময় মতামত প্রদান করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল, গণপূর্ত বিভাগ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইকবাল শিকদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডিএই উপপরিচালক মো. ফরিদুল হাসান, সহকারি বন সংরক্ষক অরুণ ব্রত চৌধুরী এবং সুনামগঞ্জ সদরের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain