শিরোনাম :
সিলেট নগরে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন করেন-পুলিশ কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষা- উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খছরুজ্জামান খছরু কে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা সিলেটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার: সবশেষ যা জানা গেলো তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে সিলেটে জিল্লুল হক জিল্লু ইউনিটের মিছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখার ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতা অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা হয়েছে। স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সব তথ্য ও প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। তিনি সংশ্লিষ্টদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখা আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও অংশুমান দত্ত অঞ্জুন এবং নন্দিতা দত্তের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, সাবেক এমপি মো. মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু সহ আরো অন্যান্যরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মুক্তিযুদ্ধ উৎসব। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain