সিলেট ফোকাস :: বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সন খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শীতার্ত মানুষরা সমাজের একটি অংশ। তাদেরকে সাহায্য করা সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের প্রত্যেক ধনী ব্যক্তি অসহায়দের পাশে দাঁড়ালে সমাজে আর কোন গরীব মানুষ খোঁজে পাওয়া যাবে না। আর্ত মানবতার কল্যানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। তাই গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি জোর আহ্বান জানান তিনি।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর উপশহরস্থ তেররতন এলাকায় ইউকে প্রবাসী আর্সআদ রাহাদ এর ব্যবস্থাপনায় সমাজের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত গুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাক্তার মো: আশরাফ আলী’র সভাপতিত্বে ও ময়নুল হক স্বাধীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল কাইয়ুম জালালী পংকী, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, ইউকে প্রবাসী আর্সআদ রাহাদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুস ছালাম বাচ্ছু, খছরুজ্জামান খসরু, মাছুম রাজ্জাক রুমেল, জাকির হোসেন তালুকদার, রহিম মল্লিক, মখলিছ মিয়া, লায়েক আহমদ, ডুমাই, কয়েছ আহমদ সাগর, পিয়ার উদ্দিন পিয়ার, লোকমান, মাহবুব চৌধুরী, সৈয়দ রহিম আলী রাজু, পারভেজ আহমদ, নামর উল্লাহ নাদিম, নাজিম উদ্দিন, আলী আহমদ আলম, জাকোয়ান, ইয়াছির, জাহিদুল ইসলাম দিদার, জাহিদুল হোসেন, পাভেল আহমদ, মাহফুজ, নাছিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন। বিজ্ঞপ্তি