শিরোনাম :
সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে-খন্দকার মুক্তাদির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনি প্রচারণায়-আফসর খান বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী? একুশে পদক প্রাপ্ত মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির’র মহাজীবনের অবসানে বাবৌযুপ সিলেটের শোক সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬ নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

সিলেটে হরতালে বাম নেতাদের সাথে পুলিশের বাকবিতন্ডা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বের করা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে পুলিশ পথ ছেড়ে দিলে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে জিন্দাবাজার এলাকার সমবায় ভবনের সামনে এ ঘটনা ঘটে। এদিকে বাম জোটের হরতাল ও বিএনপির ডাকা অবরোধে সিলেটে আজ সকাল থেকে যান চলাচল কম দেখা গেছে। দূরপাল্লার বাসও সিলেট ছেড়ে যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা আজ সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সকাল পৌনে ৯টার দিকে তাঁরা সেখান থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি চৌহাট্টা এলাকা ঘুরে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার এলাকা হয়ে ফেরার পথে জিন্দাবাজার এলাকার সমবায় ভবনের সামনে একদল পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে নেতা–কর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে নেতা-কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বললে পুলিশ পথ ছেড়ে দেয়। এরপর মিছিলটি আবারও শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

হরতাল–অবরোধে সিলেট নগরের অভ্যন্তরে, আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম দেখা গেছে। নগরের অভ্যন্তরে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশার বাইরে দু–একটি ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কেও থেমে থেমে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে বিএন‌পি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আজ সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর কা‌শিকাপন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। জেলা বিএন‌পির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, গতকাল বুধবার ঘো‌ষিত তফ‌সিল জনগণ প্রত্যাখ্যান করেছেন। অবরোধ কর্মসূচি সফল করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আসেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain