অনুসন্ধান নিউজ :: আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। ধান চালের সাথে বাঙালির নিবিড় সম্পর্ক। এই চিরাচরিত জীবনে পৌষের মেলবন্ধনকে স্মরণ করিয়ে দেয় পিঠা উৎসব। গতকাল শুক্রবার ৩১ ডিসেম্বর সিলেট পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যার পর আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর তাদের দল গত পরিবেশন নিয়ে মঞ্চে উঠে। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনা ‘বাংলার মুখ’ নির্মাণটি পরিবেশন করে মুক্তাক্ষর এর শিক্ষার্থীরা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীম উদদীন, সুনির্মল বসু,উৎপল কুমার ধারা, শাহাদাত বখত শাহেদ ও সোমা মুৎসুদ্দীর কবিতায় নাইমুল ইসলাম গুলজারের সঞ্চালনে কণ্ঠ দেন পিউ, পূজা, ত্রিপর্ণা,ত্রয়ী, প্রভা,পূর্ণতা,বন্ধন, মনিষা,ঐশিকা,স্মিতা,জাওয়াদ,মীম,স্বপ্ন ও স্নেহা।